নিজস্ব প্রতিনিধি: চিরাচরিত ধারা মেনে সারেঙ্গা একাদশের বার পুজো অনুষ্ঠিত হল আজ ১ লা বৈশাখ। প্রতিবছরের ন্যায় এবছরও সারেঙ্গা একাদশের বার পুজো বা খুঁটি পুজো অনুষ্ঠিত হলো সারেঙ্গা মিশন ময়দানে। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে মিশন ময়দানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সারেঙ্গার প্রতিষ্ঠিত জলাশয় দক্ষিণ সারেঙ্গার হালদার পুকুর থেকে মঙ্গল ঘট নিয়ে আসা হয়। এরপর সারেঙ্গা মিশন মাঠে শুরু হয় পূজা-অর্চনা। এদিনের শোভাযাত্রায় পা মেলান রাইপুর বিধান সভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু।
রীতি মেনে হয় বার পূজা বা খুঁটি পূজো। সারেঙ্গা একাদশের পক্ষ থেকে প্রকাশ দুলে বলেন, "শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয় স্বেচ্ছায় রক্তদান থেকে শুরু করে বিনামূল্যে ফুটবল কোচিং ক্যাম্প সহ নানা রকম সামাজিক মূলক কাজকর্ম আমরা করে থাকি। বার পুজো বা খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, বাঁকুড়া জেলা পরিষদের সদস্য সুব্রত মিশ্র, ক্লাবের খেলোয়াড়রা, কর্মকর্তা সহ এলাকার বিশিষ্টজনেরা।