বারুদের স্তূপ! কলকাতা থেকে বেশি দূরে নয়

কলকাতার পার্শ্ববর্তী জেলা থেকে নিত্যদিনই মুড়ি মুড়কির মতো উদ্ধার হচ্ছে নিষিদ্ধ বাজি।

author-image
Pallabi Sanyal
26 May 2023
বারুদের স্তূপ! কলকাতা থেকে বেশি দূরে নয়

নিজস্ব সংবাদদাতা : এগরা বিস্ফোরণ কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে খাদিকুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ দিকে কলকাতার পার্শ্ববর্তী জেলা থেকে নিত্যদিনই  মুড়ি মুড়কির মতো উদ্ধার হচ্ছে নিষিদ্ধ বাজি। নদীয়া-হাওড়া সহ বেশ কয়েকটি জেলায় তৎপর প্রশাসন। চলছে বাজি অভিযান। এরকমই এক অভিযানে হাওড়া থেকে ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ  বাজি উদ্ধার করলো পুলিশ। জগৎবল্লভপুরের পাতিয়াল মালপাড়া গ্রামে জঙ্গলের মধ্যে থেকে থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ব্যাগ ভর্তি বাজি। পুলিশের অনুমান, ধরা পড়ার ভয়ে বাড়িতে মজুত রাখা নিষিদ্ধ বাজি জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। তবে, এটাই প্রথমবার নয়। এর আগেও হাওড়া থেকে কেজি কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ।