নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে সরকারি হাসপাতালের ভিতরে দালালচক্রের ব্যাপক সক্রিয়তা নিয়ে উঠেছে অভিযোগ। রোগী ভর্তি থেকে শুরু করে স্ট্রেচারে রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার মতো কার্যকলাপেও জড়িত দালালরা। হাসপাতালের বিভিন্ন শাখায় এই দালালরা নিজেদের পসারা সাজিয়ে রেখেছে, যা রোগী ও তাদের পরিজনদের জন্য ভীষণ অস্বস্তিকর হয়ে উঠেছে।
সম্প্রতি, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ ওঠে যে, রোগী ভর্তি করানোর নাম করে দালালরা হাসপাতালের ম্যানেজমেন্টে হস্তক্ষেপ করছে এবং স্ট্রেচারে রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। এই ঘটনায় হাসপাতালের অধ্যক্ষ নিজে দালালরাজের বিষয়টি স্বীকার করেছেন।
রোগী ও তাদের পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন সময় চিকিৎসা ও সেবা পাওয়ার জন্য দালালদের ওপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছেন তারা, যা স্বাস্থ্য সেবার মান এবং ন্যায্যতার ওপর বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে আরও সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।