ফেঁসে গেলেন নন্দীগ্রামের হেভিওয়েট নেতা! এলো নোটিস

আবারও চর্চায় উঠে এলো নন্দীগ্রামের 'জাহাজবাড়ি'। ব্যাঙ্ক থেকে বিপুল টাকা ঋণ নিয়েও তা মেটাতে পারেননি এখনও। সেখানকার 'জাহাজবাড়ি'র মালিক কথা নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের নামে আইনি নোটিস পাঠালেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

New Update
sufian

তৃণমূল নেতা শেখ সুফিয়ান

নিজস্ব সংবাদদাতা: আবারও চর্চায় উঠে এলো নন্দীগ্রামের (Nandigram) 'জাহাজবাড়ি'। ব্যাঙ্ক থেকে বিপুল টাকা ঋণ নিয়েও তা মেটাতে পারেননি এখনও। সেখানকার 'জাহাজবাড়ি'র মালিক কথা নন্দীগ্রামের তৃণমূল নেতা (TMC Leader) শেখ সুফিয়ানের (Sheikh Sufian) নামে আইনি নোটিস (Legal Notice) পাঠালেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের দাবি, ওই জাহাজবাড়ি তৈরির পাশাপাশি ট্রলার কেনার জন্য বিপুল টাকা ঋণ (Debt) নিয়েও শোধ করেননি। ৩০ দিনের মধ্যে সুদ ও আসল মিলিয়ে প্রায় ৪৯ লক্ষ টাকা মেটানোর চরম সময়সীমা বেঁধে দিলো ব্যাঙ্ক। বকেয়া পরিশোধ না হলে কড়া পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।