New Update
File Picture
অন্ডাল: উখরা বাজপাই মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ছাদে আগুন লাগাকে ঘিরে এলাকায় ছড়ালো আতঙ্ক। বৃহস্পতিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ ব্যাংকের ছাদে হঠাৎই ধুয়ো উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই জ্বলে উঠে দাউদাউ করে আগুন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্যস্ত সময়ে আগুন লাগার কারণে তৈরি হয় আতঙ্ক।
/anm-bengali/media/post_attachments/c2a36735-722.png)
ব্যাঙ্কটি যে মার্কেটের মধ্যে রয়েছে সেখানে আরো অন্যান্য অনেক দোকান আছে। আতঙ্কে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়।
/anm-bengali/media/post_attachments/2a27e0f3-309.png)
খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখড়া ফাঁড়ির পুলিশ। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। মার্কেটের দোকানদাররা জানান, এক তলায় ব্যাংক সহ বিভিন্ন দোকান রয়েছে। ওপর তলাটি ফাঁকা থাকায় সেখানে অনেকেই আবর্জনা রাখে। জমা আবর্জনাতে কোনও কারনে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us