SIR ফর্ম জমা দেওয়ার শেষ দিন, আজও সীমান্তে বাংলাদেশীদের ভিড়

আবারও সীমান্ত পার হয়ে দেশে ফেরার হিড়িক।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-11 at 3.36.28 PM

নিজস্ব প্রতিনিধি, স্বরুপনগর: বৃহস্পতিবার SIR ফর্ম জমা দেওয়ার শেষ দিন. আর এই দিনেও ফের হাকিমপুর সীমান্তে বাংলাদেশীদের ভিড় দেখা গেল। সীমান্তে উপস্থিত হয়েছে শতাধিক বাংলাদেশী যারা অপেক্ষায় আছে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার জন্য। স্পষ্টতই এরা সকলে অবৈধভাবে ভারতে বসবাস করছিল। 

গত কয়েকদিনের পর বৃহস্পতিবারও স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশী জড়ো হয়েছে  আর এইদিন সংখ্যাটা ১০০ এর আশেপাশে। এতদিন ধরে যেসব বাংলাদেশী অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে বসবাস করত তারা SIR চালু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে।  আর সেই কারণেই কেউ সপরিবারে আবার কেউ একা সীমান্তে হাজির হয়েছে।

WhatsApp Image 2025-12-11 at 3.36.28 PM (1)