আইনি পথে ঢুকে জাল নোট পাচার, ধরা পড়ল বাংলাদেশি

কোথায় ধরা পড়ল সে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-08 at 1.39.34 PM

নিজস্ব প্রতিনিধি, মালদা: আইনি পথে ঢুকে জাল নোট পাচার করে গ্রেফতার এক বাংলাদেশি। মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক স্থলবন্দর মহোদীপুর দিয়ে এবার পাসপোর্ট ভিসা করে ভারতে প্রবেশ করার সময় জাল নোটসহ বিএসএফের হাতে আটক হল এই বাংলাদেশী। জানা যায় তার নাম মহাম্মদ রাজ্জান (৩৪), বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত মনাকসা ইউনিয়নের খড়িয়াল গ্রামে। 

অভিযুক্ত নাকি সাধারণ যাত্রীদের মতো পাসপোর্ট ভিসা করে ভারতে প্রবেশ করছিল। সেই সময় সীমান্তে নাকা চেকিং এর সময় ওই এলাকায় প্রহরারত বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানদের হাতে জাল নোটসহ ধরা পড়ে যায়। তার কাছ থেকে ১৯৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়। বিএসএফ তাকে তুলে দিয়েছে ইংরেজবাজার থানার পুলিশের হাতে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার মালদহ জেলা আদালতে পেশ করা হয় ধৃতকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Arrest