বাংলাদেশের আঁচ কি এবঙ্গেও! বাড়ছে সীমান্তের নিরাপত্তা

পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছে বিএসএফ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nnuyu8o9o

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিক্ষোভে পুড়ছে পড়শি দেশ। প্রতিবেশি রাষ্ট্রের এখন এমনই ছবি, যে মাতৃভাষা দিবসের সেই আন্দোলনকে ফের মনে করাচ্ছে। বাংলাদেশ জুড়ে এখন শুধুই ভয়ের ছবি। এমন অবস্থায় সতর্ক এই দেশও। চাকরির কোটার বিরুদ্ধে বাংলাদেশে চলমান দেশব্যাপী বিক্ষোভের মধ্যে, বিএসএফ জলপাইগুড়ির ফুলবাড়িতে ভারতীয় ইমিগ্রেশন চেক পোস্টে নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছে জোরকদমে। সমস্ত সীমান্ত এলাকাতেই আটোঁসাটোঁ হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছে বিএসএফ।

nhjkilpp

Adddd