দক্ষিণবঙ্গে কালবৈশাখীর হানা, আগাম বর্ষায় ভিজবে রাজ্য!

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ঘণ্টায় ৫০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

author-image
Debapriya Sarkar
New Update
আর কয়েক ঘণ্টা...আসছে কালবৈশাখী! বাড়িতেই থাকুন প্লিজ

নিজস্ব সংবাদদাতা : অবশেষে গরম থেকে কিছুটা স্বস্তি মিলরে চলেছে রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গে আগেই ঢুকে পড়েছে বর্ষা, আর সেইসঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী। আজ শুক্রবার মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, নদীয়া, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে।

Rain

উত্তরবঙ্গেও আজ দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মালদা ও দিনাজপুরেও।আগামীকালও একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাইরে বের হলে সাবধান থাকুন।