হাতিদের জন্য মেদিনীপুরে তৈরি হচ্ছে বাঁশ বন

দলছুট হাতি খাবারের খোঁজে ঢুকে পড়ে গ্রামে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-05-01 at 17.41.14

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাঁশ গাছ হাতির অন্যতম পছন্দের খাদ্য এবং বাঁশের বন তৈরি করলে হাতির খাদ্য সরবরাহ অনেকটাই নিশ্চিত করা যায়। এটি হাতি-মানুষের সংঘাত কমাতেও সাহায্য করবে। বিশেষ করে দলছুট হাতি খাবারের খোঁজে ঢুকে পড়ে গ্রামে। জঙ্গলের মধ্যেই তারা খাবার পেলে গ্রামে হানা দেওয়া কমবে বলেও মনে করছে বনদপ্তর। 

WhatsApp Image 2025-05-01 at 17.41.15

তাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বন বিভাগে ৩০ হাজার বাঁশের চারা লাগানো হবে ৭৫ হেক্টর জায়গা জুড়ে। যার জন্য চারা তৈরীর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মূলত হাতি উপদ্রব এলাকায় এই বাঁশ গাছ লাগানো হবে বিভিন্ন প্রজাতির। যার মধ্যে চাঁদড়া, পিড়াকাটা, লালগড় এই তিনটি রেঞ্জেই ৩০ হাজার বাঁশ গাছের চারা লাগাবে জঙ্গলে। তবে একটি জায়গায় নয়, জঙ্গলের বিভিন্ন জায়গায় বাঁশ গাছ লাগানো হবে। হাতিদের পাশাপাশি সাধারণ মানুষের ক্ষেত্রেও কাজে লাগবে বলে মনে করছেন বনকর্তারা।