বাঁশের সাঁকো! ব্যাহত যোগাযোগ ব্যবস্থা

বাঁশের সাঁকো! যেকোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। নেই মজবুত ব্রিজ। বন্ধ যান চলাচল। ভোগান্তির শেষ নেই পশ্চিম মেদিনীপুরে।

author-image
Pallabi Sanyal
New Update
ddd



নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ৭ মাস আগে ভেঙেছে পারাপারের ব্রিজ৷ বর্তমানে বাঁশের সাঁকোতে যাতায়াত। বন্ধ যান চলাচল। উদাসীন সেচ দপ্তর। খতিয়ে দেখার আশ্বাস প্রধানের।যাতায়াতের সমস্যায় ভুগছে বেশ কয়েকটি গ্রামের মানুষজন।  ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের রামপুরচক এলাকার ঘটনা। প্রায় ৭ মাস আগে হঠাৎ করেই ওই এলাকায় একটি খালের ওপর থাকা ব্রিজ ভেঙে পড়ে। তারপর থেকে বেশ কয়েকটি গ্রামের যাতায়াতের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়। ডেবরার বিডিওর নির্দেশে আপতকালিন যাতায়াতের জন্য তৈরি করা হয় বাঁশের সাঁকো। আর সেই সাঁকো দিয়েই যাতায়াত করছে মানুষজন। তবে অ্যাম্বুলেন্স,নিত্যদিনের যানবাহন চলাচল পুরোপুরি ভাবে বন্ধ। আর যা নিয়ে উদাসীন সেচ দপ্তর। অভিযোগ এমনই। আর যার জেরে সমস্যায় পড়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষজন। বিকল্প রাস্তা গুলিও বেহাল। রোগীদের হাসপাতালে নিয়ে গেলে ঘুরপথে যেতে হয়। তাই চরম সমস্যা চলছে ওই এলাকায়। যদিও ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, ''আমি এই কদিন হলো প্রধান হয়েছি। বিষয়টি আমার কানে এসেছে আমি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যাবস্থা নেওয়ার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।''