"পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজ", ১০ টাকায় ভিডিও বানাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা

আদৌ সুরক্ষিত?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-10 at 2.38.29 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: ১০ টাকার বিনিময়ে জলের উপরে তৈরি হওয়া বাঁশের ব্রিজে উঠে, ফেসবুক আর ইউটিউবে রিলস বানানোর জন্য ভিড় কন্টেন্ট ক্রিয়েটারদের। জনসাধারণের সুবিধার্থে পারাপারের জন্য ছাড়ি গঙ্গার উপর পূর্বস্থলী থেকে ইদ্রাকপুর যাওয়ার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের ব্রিজ। আর সেই ব্রিজের উপরেই বিকেল হতেই কনটেন্ট ক্রিকেটারদের ভিড় জমছে। অস্থায়ী সেই বাঁশের ব্রিজের উপর নাচানাচি সহ বিভিন্ন কনটেন্টের ভিডিও তৈরীর জন্য আসছে তরুণ তরুণীরা। বিকেল হলেই তৈরি হচ্ছে যেন মেলার পরিবেশ। বসছে ফুচকা, পাপড়ি চাট, ঝালমুড়ি সহ বিভিন্ন দোকান। কিন্তু এই অস্থায়ী ব্রিজের উপর দাপাদাপি কতটা সুরক্ষিত? এ প্রশ্নের উত্তরে ঘাট কর্তৃপক্ষের তরফে প্রতাপ ঘোষ বলেন, "এটি পারাপারের জন্য একটি ঘাট ছিল, কিন্তু বছরের খরার সময় জল না থাকার কারণে পারাপারে সমস্যা হতো। সেই কারণেই এই ব্রিজের ভাবনা"। তবে যে সমস্ত কনটেন্ট ক্রিয়েটাররা ব্রিজের উপর ভিডিও তৈরি করতে যাচ্ছেন তাদেরকে সাবধান করা হচ্ছে বলেও এদিন জানান তিনি। ১০ টাকার বিনিময়ে ব্রিজের উপর উঠলেই বানানো যাচ্ছে বিভিন্ন ভিডিও। তবে এটি ভিডিও বানানোর জন্য উপযুক্ত টাকা নয়। পারাপারের জন্য এই টাকা নেওয়া হয়। কিন্তু হঠাৎ এই মাস খানে হলো তৈরি হওয়া ব্রিজের ওপর কনটেন্ট ক্রিকেটারদের কেন ভিড়? তরুণ তরুণীরা জানাচ্ছেন,  ব্রিজের পরিবেশ ভালো আর এখানে ভিডিও বানালে পাওয়া যাচ্ছে ভিউজ, লাইক। তবে যে পরিমাণ লাফালাফি বা ঝাপাঝাপি হচ্ছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটার আশঙ্কাও রয়েছে। শুধু পূর্বস্থলী নয় নবদ্বীপ, কৃষ্ণনগর, লক্ষ্মীপুরসহ বিভিন্ন দূর দূরান্ত থেকে ভিডিও বানানোর জন্য ভিড় তরুণ-তরুণীদের। নতুন এই ব্রিজের তারা নামকরণও করে ফেলেছেন- "পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজ"। তবে প্রশ্ন একটাই পারাপারের জন্য এই ব্রিজে এই রকম লাফালাফি হলে, কতদিন ব্যবহারের উপযুক্ত থাকবে এই ব্রিজ?

WhatsApp Image 2025-12-10 at 2.39.32 PM