/anm-bengali/media/media_files/2025/11/05/whatsapp-image-2025-11-05-2025-11-05-16-45-08.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: প্রশাসনের ওপর আস্থা হারিয়ে গ্রামের মানুষরা যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি করল শিলাবতী নদীর ওপর বাঁশের সাঁকো। বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা গ্রামের শিলাবতী নদীর ওপর অস্থায়ী কাঠের সেতুটি। ফলে চরম সমস্যায় পড়তে হয় ঘোষকিরা, শীর্ষা, খুড়সি, ধর্মপোতা, কল্লাসহ একাধিক গ্রামের সাধারণ মানুষকে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় নৌকায় করে চলতো ঝুঁকির পারাপার। বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে যাতায়াতের জন্য তৈরি করল বাঁশের সাঁকো।তবে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ওই এলাকায় স্থায়ী ব্রীজ হোক। এলাকার মানুষ অপেক্ষায় কবে কংক্রিটের ব্রিজ হবে, কিন্তু উত্তর নেই কারো কাছে। এলাকার ১০ থেকে ১২ টি গ্রামের সাধারণ মানুষদের যাতায়াত ওই নদীর উপর দিয়ে। বন্যার সময় নদীর জল বেড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। নৌকার উপর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষু রোগীদের। জল কমলেও শান্তি ছিল না। নৌকায় চলাচল বন্ধ হয়ে পায়ে হেঁটে নদীর উপর জল পেরিয়ে চলত যাতায়াত। স্বাধীনতার ৭৮ বছর পর ঘোষকিরা গ্রামে মাটির রাস্তা থেকে ঢালাই রাস্তা হওয়ায় খুশি এলাকার মানুষ। তবে এখন তাদের মুল সমস্যা শিলাবতী পারাপার। এখন দেখার নদী পারাপারের দশকের পর দশক এই সমস্যার স্থায়ী সমাধান কবে হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/05/whatsapp-image-2025-11-05-2025-11-05-16-45-29.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us