ভারী বৃষ্টিতে জলমগ্ন বামনগাছি

ভারী বৃষ্টিতে জলমগ্ন বামনগাছির বিস্তীর্ণ এলাকা। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-03 1.47.01 PM

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিনের ভারী বৃষ্টিতে বামনগাছির কুলবেড়িয়া নতুন বাজার এলাকা জনমগ্ন।  যার জেরেই স্থানীয় মানুষদের জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। রাস্তায় হাঁটু সমান জল, অগত্যা স্থানীয় মানুষ নৌকার মাধ্যমে যাতায়াত করছে রাস্তার উপর দিয়ে অথবা রেললাইনের ওপর দিয়ে যাতায়াত করছে।  

স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিও এই সমস্যার সমাধান হয়নি। প্রতিবার বর্ষাতেই এখানে জল জমে, ফলে ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।