New Update
/anm-bengali/media/media_files/2025/07/15/whatsapp-image-2025-07-15-2025-07-15-14-39-32.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার গাজোল রেল স্টেশনে হঠাৎ করেই বিকল ট্রেনের ইঞ্জিন। এর ফলে প্রায় তিন ঘন্টা ধরে দুর্ভোগের শিকার সাধারণ যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা ধরে গাজোল স্টেশনেই দাঁড়িয়ে বালুরঘাট-ভাটিন্ডা এক্সপ্রেস।
রেল সূত্রে জানা যাচ্ছে, হঠাৎ করে বিকল হয়ে যায় বালুরঘাট-ভাটিন্ডা এক্সপ্রেসের ইঞ্জিন। যদিও একলাখি জংশন থেকে একটি ইঞ্জিন এনে যোগ করা হয় এক্সপ্রেসের কামরাগুলির সঙ্গে। যাত্রী পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।
/anm-bengali/media/post_attachments/kjfdsuiemjvcya1/0/5/5/5/6031555/52/psx20220824201137876509198405-263432.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us