হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, তিন ঘন্টা আটকে যাত্রীরা

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-15 at 2.31.24 PM

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার গাজোল রেল স্টেশনে হঠাৎ করেই বিকল ট্রেনের ইঞ্জিন। এর ফলে প্রায় তিন ঘন্টা ধরে দুর্ভোগের শিকার সাধারণ যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা ধরে গাজোল স্টেশনেই দাঁড়িয়ে বালুরঘাট-ভাটিন্ডা এক্সপ্রেস। 

রেল সূত্রে জানা যাচ্ছে, হঠাৎ করে বিকল হয়ে যায় বালুরঘাট-ভাটিন্ডা এক্সপ্রেসের ইঞ্জিন। যদিও একলাখি জংশন থেকে একটি ইঞ্জিন এনে যোগ করা হয় এক্সপ্রেসের কামরাগুলির সঙ্গে। যাত্রী পরিষেবা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। 

6031555-0: balurghat-old delhi-bhatinda express ext 15733/Farakka Express  (via Sultanpur) - Railway Enquiry