ঘনিয়াখালের জলে ভেসে গেল বালিচকের পোল! বিচ্ছিন্ন একাধিক গ্রাম

খারাপ অবস্থা স্থানীয় মানুষদের।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-07 at 4.21.28 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: টানা বর্ষণের জেরে ডুলুং নদীর উপশাখা ঘনিয়াখালের জল হঠাৎ বেড়ে যাওয়ায় ভেঙে পড়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালিচকের পোল। এর ফলে খামারমহুলী, গুড়কুন্দা, বনপুরা সহ একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত ছিন্ন হয়ে পড়েছে। প্রতিদিন রোহিনী ও ছত্রী অঞ্চলের বহু মানুষ যাতায়াত করতেন এই রাস্তায়। এখন সেই পথেই নেমেছে বিপর্যয়। 

স্থানীয় বাসিন্দারা জানান যে প্রবল জলের স্রোতে ভেসে যায় পোলটি। বাধ্য হয়ে তাঁরা এখন জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল ঠেলে বা হেঁটে পার হচ্ছেন ঘনিয়াখালের ওপর দিয়ে। শুধু পোল নয়, সংলগ্ন মাটির রাস্তাটির অবস্থাও অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, যার মধ্যে জমে আছে জল। এই পরিস্থিতিতে শিশু, অসুস্থ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে অস্থায়ী সেতু নির্মাণ ও রাস্তা মেরামতির উদ্যোগ না নিলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

Screenshot 2025-07-07 161232