"বালিচক অবরোধ" কর্মসূচি চলছে

কেন হচ্ছে এই কর্মসূচি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-06 at 1.33.52 PM (1)

নিজস্ব প্রতিনিধি, বালিচক: বালিচক রেলগেটে অ্যাম্বুলেন্স, পড়ুয়া ও এমার্জেন্সি গাড়ি যাতায়াত সহ একাধিক দাবিতে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির তরফে বালিচক অবরোধ কর্মসূচি চলছে। সকাল থেকে এই অবরোধ শুরু হয়েছে। আটকে রয়েছে বাস ও অনান্য যানবাহন। 

৩ মাসের বেশী সময় ধরে বালিচক রেলগেট বন্ধ। অ্যাম্বুলেন্সসহ একাধিক যানবাহন আটকে যাচ্ছে রাস্তায়। ঘুরপথে সমস্ত যানবাহন চলছে। অপরদিকে ধীর গতিতে চলছে কাজ। পড়ুয়াদের গাড়ি এবং এমার্জেন্সি গাড়িকেও যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। তাই দ্রুত রেলগেট খোলা, বালিচক ফ্লাই ওভারের কাজের গতি বাড়ানো ছাড়াও বৃষ্টি হলেই একাধিক জায়গায় জল জমার হাত থেকে মুক্তি পেতে সঠিক নিকাশি ব্যবস্থার দাবিতে কয়েক ঘন্টা ধরে বালিচকে অবরোধ চলছে। প্রশাসন আশ্বস্ত না করলে অবরোধ চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

WhatsApp Image 2025-05-06 at 1.19.31 PM

digad