/anm-bengali/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-40-pm-2025-08-16-16-27-20.png)
নিজস্ব প্রতিনিধি: সারারাতের অভিযানে দিনহাটায় পুলিশের বড়সড় সাফল্য, গৌতম মণ্ডলের বাড়ি থেকে ২৬৫ কেজি গাঁজা উদ্ধার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। সারারাত তল্লাশি চালিয়ে শনিবার ভোরে গোসানানিমারি এলাকার রাজাখোড়া গ্রামে গৌতম মণ্ডলের বাড়ি থেকে ২৬৫ কেজি গাঁজা উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মাদক ব্যবসা চলছিল। খবর পেয়ে আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে পুলিশ অভিযানে নামে। তল্লাশি চালিয়ে একাধিক বস্তায় গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক গৌতম মণ্ডল পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/screenshot-2025-08-16-412-pm-2025-08-16-16-26-33.png)
দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানিয়েছেন, এই ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হবে। পাশাপাশি অভিযুক্তকে ধরতে জোর তল্লাশি শুরু হয়েছে। এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের মাদক ব্যবসার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তি দেওয়া হোক। পুলিশের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, মাদকচক্রের মূল পান্ডাদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us