/anm-bengali/media/media_files/2025/10/23/whatsapp-image-2025-10-23-at-2025-10-23-15-15-03.jpeg)
BBB
নিজস্ব সংবাদদাতা : বাংলার প্রাচীন লোকসংস্কৃতি-গুলির মধ্যে অন্যতম হল বাঁদনা পরব। মূলত ঝাড়খণ্ড এবং বাংলার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কুড়মি, ভূমিজ, লোধা, মাহাত প্রভৃতি সম্প্রদায়ের মানুষেরা এই বাঁদনা উৎসব পালন করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/03/whatsapp-image-2025-10-03-at-1-2025-10-03-10-54-07.jpeg)
প্রতি বছরই ভ্রাতৃদ্বিতীয়ার আগের দিন লোকসংস্কৃতির অঙ্গ হিসাবে এই অনুষ্ঠান পালিত হয় ৷ গতকাল বুধবার সকাল থেকেই ফের একবার সেই প্রস্তুতিই লক্ষ্য করা গেল জঙ্গলমহলের একাধিক গ্রামে। প্রথমে গরুদের স্নান করিয়ে তাদের গায়ে বিভিন্ন রঙের ছাপ দিয়ে সাজানো হয়। পায়ে জল ঢেলে সেই জল গামছা দিয়ে মোছানো হয়। এরপর পায়ে ঘুঙুর পরিয়ে, মাথা আঁচড়িয়ে দেওয়া হয়। কোথাও আবার গরুর মাথায় রঙিন ফিতে বেঁধে গরুকে সাজিয়ে তোলা হয় ৷ এরপর ওই গরুর বিয়ে হয়। বিয়ের পর মিষ্টি খাওয়ানো হয়। ‘গরুর বিয়ে’ উপলক্ষ্যে গরুকে ছোপানো হয় বিভিন্ন রঙে ৷ এছাড়াও ওই গরুকে সাজিয়ে তোলা হল নানাভাবে ৷ এইভাবেই পালিত হয় এই উৎসব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us