চলার অযোগ্য রাস্তা! মসৃণ হবে কবে?

বেহাল রাস্তা। খানাখন্দে ভর্তি। কাদা। যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। পাঁশকুড়ায় বাড়ছে ক্ষোভ। পৌরসভার হস্তক্ষেপের দাবি স্থানীয়দের।

author-image
Pallabi Sanyal
New Update
sassqw

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া : পাঁশকুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের পথ চলার রাস্তা বেহাল। রাস্তা জুড়ে বেরিয়ে রয়েছে বড় বড় পাথর, কোথাও বিভিন্ন ধরনের গর্ত রয়েছে রাস্তার মাঝে। প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় পথ চলতি মানুষদের। বাইক আরোহীদের বারবার বিপদের সম্মুখীন হতে হয়েছে এই রাস্তায়। স্কুলের ছাত্র-ছাত্রীরা সাইকেল নিয়ে  পড়ে গিয়ে আহত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। বাংলামোড় থেকে চাঁচিয়াড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার এমনই বেহাল দশা। যার ফলে এই রাস্তা নিয়ে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। তারা চায় পৌরসভার মধ্যে থাকা রাস্তাটি দ্রুত সম্প্রসারণ হোক। এই রাস্তা দিয়ে ধুলিয়াপুর হাইস্কুল,প্রতাপপুর হাইস্কুল,সুরামহামায়া বালিকা বিদ্যালয়, এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিপজ্জনক ভাবে যাতায়াত করে। সামনেই দুর্গাপূজা তাঁর আগে আদৌ রাস্তা হয় কি না দেখার বিষয়।