ওঁৎ পেতে বসে যমরাজ! সেই রাস্তা দিয়ে আতঙ্কের যাতায়াত

পূর্ত দফতরের রাস্তাতেই গর্ত।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-22 at 3.37.50 PM (1)

হরি ঘোষ, দুর্গাপুর: রাজ্য সরকারের রাস্তায় বড় বড় গর্ত। আর জাতীয় সড়কের সার্ভিস রোড একেবারেই মৃত্যুকূপ। সেখানে পড়ে গেলেই স্বয়ং যমরাজ টপ করে তুলে নেবে স্বর্গে, এমনই আতঙ্কে রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত। তবুও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। দেখে মনে হবে পুকুর। বোঝা যাবে না কতটা তার গর্ত। আদতে সেটাই জাতীয় সড়কের সার্ভিস রোড। কাঁকসার শিবপুর থেকে বামুনাড়া হয়ে একের পর এক ভারী ট্রাক, বাস থেকে ছোট-বড় গাড়ি মুচিপাড়া পর্যন্ত যায় পূর্ত দফতরের রাস্তা ধরে। সেইসব গাড়িগুলিকে ১৯ নম্বর জাতীয় সড়কে উঠতে হলে একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হয়। বামুনাড়া থেকে মুচিপাড়া পর্যন্ত পূর্ত দফতরের রাস্তায় বড় বড় গর্ত। 

বাইক চালক সুভাষ মজুমদার বলেন, "দীর্ঘদিন থেকে একই অবস্থা। কিন্তু নজর পড়ে না সরকারের। আমরা চাই দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক"। "আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এবং পূর্ত সড়ক দফতরকে রাস্তা সংস্কারের জন্য দাবি জানাব", বলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার বলেন, "আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যেই সার্ভিস রোডগুলি বেহাল রয়েছে সেগুলি সংস্কারের আবেদন জানিয়েছি। এছাড়াও অবৈধভাবে যেখানে পার্কিং করা হচ্ছে সেই গাড়িগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।" রাজ্য সরকারের রাস্তাগুলি যে একেবারেই বেহাল সেই বিষয়ে বলার কিছু নেই। তবে জাতীয় সড়কের সার্ভিস রোডও এখন বেহাল রয়েছে। "আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলব। দ্রুত যাতে রাস্তাগুলি সংস্কার করা হয় সেই ব্যবস্থা করব", দাবি করেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল।

Screenshot 2025-07-22 151217