দেবী সরস্বতীর বাসস্থানে মৃত্যুর হাতছানি!

এ কেমন স্কুল! প্রতি মুহূর্তে বিপদের হাতছনি। মৃত্যুর ফাঁদ। স্কুলের পড়ুয়াদের ভবিষ্যত প্রশ্নের মুখে। পশ্চিম মেদিনীপুরের স্কুল যেন প্রতি মুহূর্তে মৃত্য়ুর হাতছানি। প্রধান শিক্ষিকার গুরুতর অভিযোগ। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
১১১১



দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : স্কুল শুরুর ঠিক কয়েক মিনিট আগেই ভেঙে পড়ল স্কুলের ছাদের চাঙড়।জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছেন ছাত্রী থেকে শিক্ষিকারা। যে কোন মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ, স্কুলের এহেন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা থেকে ছাত্রীরা। এমনি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খড়ার পৌরসভার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়ের। প্রশাসনের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন,  স্কুলের প্রধান শিক্ষিকা রেশমি চক্রবর্তী। তিনি বলেন, ''আমার স্কুলের প্রায় ৫০০ ছাত্রী, আজ যদি কারো কিছু ঘটনা ঘটে যেত, আমি কিভাবে মুখ দেখাতাম। এমনকি স্কুলের দীর্ঘদিন ধরে নেই ম্যানেজিং কমিটি, প্রশাসনের কাছে দাবি জানিয়েও, মেলেনি সুরাহ।'' জরাজীর্ণ ভাঙাচোরা স্কুল বিল্ডিং এর মাঝেই, জীবনের ঝুঁকি নিয়ে চলছে পঠন-পাঠন। জানা যায়, আজ স্কুল শুরুর ঠিক আগেই, স্কুল বিল্ডিং এর তিন তালার ছাতের একটস বিরাট আকারের চাঙ্গর ভেঙে পড়েছে, আর তাতেই শুরু হয়েছে চরম আতঙ্ক। স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এমনকি অভিভাবক সকলেরই অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের বেহাল পরিস্থিতি মাঝেমধ্যেই ছাতের চাঙ্গর খসে ঘটেছে দুর্ঘটনা। এই নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি কোন সুরাহা। আজ এই ঘটনার পরে আতঙ্কিত, স্কুলের সকলে।খবর পেয়ে দ্রুত স্কুলে যান খড়ারের স্কুল পরিদর্শক বহ্নীশিখা দে, দ্রুত স্কুলকে অন্য জায়গায় স্থানান্তরিত করার চিন্তাভাবনা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।