Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/8oz11x0Hc8apHnjJiUQC.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার পর এবার সবংয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা লক্ষ্য করা গেলো।যদিও সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি একটি ক্লাবের মধ্যেই চলছে।তাতেও মাটির দেওয়াল খসে খসে পড়ছে। ওপরের ছাউনিও ঠিক মতো নেই। আর তার মধ্যেই চলছে পড়াশুনো ও রান্না বান্না। এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৮ নং সবং অঞ্চলের গৌড়বাড় অঙ্গনওয়াড়ির। গত কয়েক মাস ধরে এই ভাবেই পড়ে রয়েছে। অভিভাবক ও এলাকাবাসীরা জানান বিভিন্ন জায়গায় বার বার জানিয়েও কোনো লাভ হয়নি।এই নিয়ে বিক্ষোভও দেখানো হয় বিভিন্ন জায়গায়।
যদিও সবং বিডিও তুহিন শুভ্র মহান্তি জানান, ''আমরা বিষয়টি দেখছি। এটা যাদের অধীন আছে সেই দপ্তরেও কথা বলেছি। দ্রুত কিছু ব্যবস্থা করা যায় কিনা দেখবো।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us