সন্তান যেন ফুটবলার হয়, ফুটবলে শট দিয়ে সদ্যজাতকে স্বাগত জানানা হল বাড়িতে

সন্তানের বাবা নিজেও খেলোয়াড়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-24 at 6.47.55 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সদ্যজাতকে হাসপাতাল থেকে বাড়িতে প্রবেশ করানোর সময় ফুটবল শটের মধ্য দিয়ে স্বাগত জানালেন পরিবারের সদস্যরা। ফুল দিয়ে সাজানো হয়েছিল বাড়িতে প্রবেশের পথ। সেখানেই প্রবেশের দরজায় রাখা ছিল ফুটবল। সেই ফুটবলে শট দিল সদ্যজাত। পরিবারের আশা, ছেলে যেন বড় হয়ে ফুটবলার হয়। এমন চিত্র দেখা গেল মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের ঢড়রাশোল গ্রামে।

ওই গ্রামেই বড় হয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার পিন্টু মাহাতো। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতার চেনা মাঠে এক সময় দাপিয়ে বেড়িয়েছে। ডার্বিতে জোড়া গোল করে নজর কেড়েছিল জঙ্গলমহলের এই পিন্টু। বাড়িতে অভাব থাকলেও নিজের জেদ আর কঠোর পরিশ্রমে জায়গা করে নিয়েছিল মোহনবাগান দলে। সেই সময় ইস্টবেঙ্গলের বিপক্ষে জোড়া গোল করেছিল। পরবর্তীকালে ইস্টবেঙ্গল দলেও যোগ দেয়। সেখান থেকে নৌবাহিনীতে চাকরি। বর্তমানে ডায়মন্ড হারবার এফসি-র হয়ে মাঠ কাঁপাচ্ছে পিন্টু। গত ১৯ জুন পিন্টুর স্ত্রী অঞ্জলি দেবী পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হল প্রিহান। সোমবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর প্রিহানকে বাড়িতে নিয়ে আসে পরিবার। বাড়িতে স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুত ছিল পরিবারের বাকি সদস্যসহ গ্রামের মানুষজন। স্বাগত জানানোর ভিডিও এখন ভাইরাল। দেখা গিয়েছে, বাড়িতে প্রবেশ পথ ফুল দিয়ে সাজানো রয়েছে যা সাধারণত অনেক বাড়িতেই হয়। কিন্তু ব্যতিক্রমী হল ওই ফুলের উপরে রাখা রয়েছে একটি ফুটবল। ওই ফুটবলে শট দিয়েই স্বাগত জানানো হল সদ্যজাতকে। পিন্টুর দিদি সদ্যজাতককে কোলে নিয়ে সেই ফুটবলে শট দেওয়ালেন। সেই সময় মোবাইলে বেজে উঠল পিন্টু মাহাতোর গোল করার সময়ের ধারাভাষ্যের একটি অংশ। 

ফুটবলে শট কেন? পিন্টু বলে, "পরিবার এবং গ্রামবাসীদের ইচ্ছে বড় হয়ে যেন ফুটবলার হয় আমার ছেলে। আমি ছোট থেকেই অভাবে মানুষ হয়েছি। ইচ্ছে থাকলেও ছোটো থেকে সেভাবে ফুটবলের শিক্ষা পাইনি। আমি চাই আমার ছেলে যেন বড় হয়ে ভালো মানের ফুটবলার হতে পারে"। গ্রামবাসী রামতনু মাহাত, অমিত মাহাত-রা বলেন, "আমাদের গ্রামে অধিকাংশই ফুটবল ভালোবাসে। গ্রামে ইস্টবেঙ্গল- মোহনবাগান দু'দলেরই সমর্থক রয়েছে। আমাদের গ্রাম থেকেই পিন্টুর উত্থান। আমরা চাই এই গ্রাম থেকে আরও অনেক বড় ফুটবলার গড়ে উঠুক। পিন্টুর ছেলেও যেন ভালো মানের ফুটবলার হয়ে ওঠে এটাই আমাদের আশা"।

Football on TV: How to watch and stream live matches in the UK | Radio Times

diguadnew