/anm-bengali/media/media_files/GVoQRuLAK2j9lE6hj94U.jpg)
নিজস্ব সংবাদদাতা : ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (JSSC) সিএজিএল পরীক্ষার ফলাফল বাতিলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের ঘটনায় ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, "সরকার সত্যকে চাপা দিতে চায়, যা ভুল। যদি সরকার সঠিক পথে থাকে এবং কোনো অন্যায় না ঘটে, তাহলে তাদের সিবিআই তদন্তে ভয় পাওয়া উচিত নয়।" বাবুলাল মারান্ডি আরও বলেন, "যেখানেই সরকার অন্যায় করবে, যেখানেই অসদাচরণ হবে, বিজেপি তা বিরোধিতা করবে।"
/anm-bengali/media/media_files/5qsBdHx3Pb74nVbqF4nB.jpg)
তিনি এই পদক্ষেপকে সরকারের পক্ষ থেকে ছাত্রদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা হিসেবে দেখছেন এবং ছাত্রদের অধিকার রক্ষায় বিজেপি তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
#WATCH | Ranchi | On police action against students protesting over cancellation of JSSC-CGL exam results, Jharkhand BJP President Babulal Marandi says, "The government wants to suppress the truth and this is wrong. If the government is on the right path and there is no… pic.twitter.com/B8UEICMewb
— ANI (@ANI) December 11, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us