/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: হাজার বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন—কিছুই থামাতে পারল না মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান। শনিবার ব্যাপক আয়োজনের মধ্যেই তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে রিমোটের মাধ্যমে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। অনুষ্ঠান ঘিরে ছিল উপচে পড়া জনসমাগম, ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
মদিনা থেকে এসেছেন দুইজন মৌলবী। তাঁদের বিশেষ কনভয়ে কলকাতা বিমানবন্দর থেকে বেলডাঙায় আনা হয় সকালেই। অন্যদিকে সন্দেশখালি, ক্যানিংসহ দূরদূরান্তের বহু সংখ্যালঘু মানুষ কাঁধে ইট নিয়ে এসে ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশ নেন।
শিলান্যাসকে কেন্দ্র করে প্রায় ১ লক্ষ মানুষের জন্য শাহী বিরিয়ানির আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদের সাতটি ক্যাটারিংকে বিরিয়ানি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/06/screenshot-2025-12-06pm-2025-12-06-14-22-39.png)
হুমায়ুনের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে –
* ৪০ হাজার অতিথির জন্য পৃথক বিরিয়ানি প্যাকেট
* এলাকাবাসীর জন্য আরও ২০ হাজার প্যাকেট
* শুধু খাবারের পেছনেই খরচ ৩০ লক্ষ টাকা
* সভামঞ্চ ও অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় ছুঁয়েছে ৬০–৭০ লক্ষ টাকা
* ৪০০ অতিথির জন্য তৈরি হয়েছে ১৫০ ফুট দীর্ঘ মঞ্চ, যার খরচ প্রায় ১০ লক্ষ টাকা
হুমায়ুনের পরিকল্পনা অনুযায়ী কয়েক বিঘা জমি প্রয়োজন হলেও আপাতত ১.৫–২ কাঠা জমিতেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আশপাশের জমির মালিকরা এখনও জমি দেননি বা বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেননি। তবুও হুমায়ুনের দাবি, “সময় হলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে”।
বিতর্ক, জমি-জট, রাজনৈতিক চাপ—সবকিছুকে উপেক্ষা করেই বেলডাঙায় আজ ইতিহাস গড়লেন হুমায়ুন কবীর। অনুষ্ঠানের জমকাজমা এবং মানুষের ঢল ইঙ্গিত দিচ্ছে, সামনে এই বিতর্ক আরও বাড়তে চলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us