বিক্ষোভে ব্যাহত পরিষেবা!

বালিসাই আলমপুর থেকে তাজপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে পথ অবরোধ করলো গ্রামবাসী থেকে অটো-রিকশা ইউনিয়ন।

author-image
Pallabi Sanyal
26 May 2023
বিক্ষোভে ব্যাহত পরিষেবা!

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : বালিসাই  আলমপুর থেকে তাজপুর  পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে পথ অবরোধ করলো গ্রামবাসী থেকে অটো-রিকশা ইউনিয়ন। বারবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। তাই তারা আজকে অবরোধ করেন এবং রাস্তা ঠিক করার জন্য রামনগর(১) এর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপন তালুকদার এর কাছে অভিযোগ করেন , উত্তরে লিপন তালুকদার জানান, রাস্তার কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু হবে,  ঘটনাস্থলে মন্দারমণি কোস্টাল থানার  পুলিশকর্মী ইন্দুভূষণ মিশ্র আসেন ও অবরোধ তোলেন।  তাজপুরের রাস্তায় ব্যাহত অটো পরিষেবা । পর্যটকরা ঘুরতে এসে জানান যে  এটি একটি পর্যটন এলাকা। তাই রাস্তা  ঠিক হওয়া দরকার । গ্রামবাসীদের অভিযোগ, আপদকালীন অবস্থায় ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না।  খুবই ভোগান্তি হয়। তাই যদি ১ মাসের ভেতর রাস্তার কাজ না হয় তাহলে ওনারা বড় আন্দোলনে নামবেন ।