/anm-bengali/media/media_files/2025/09/25/whatsapp-image-2025-09-25-2025-09-25-17-39-49.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: পুজোর ঠিক আগে যখন রাস্তায় ভিড় বাড়ছে, তখনই সিএনজি বিভ্রাট। ফলে বিপাকে দুর্গাপুরের সিটি সেন্টার ও আশেপাশের কয়েকশো অটোচালক। অটোচালকদের অভিযোগ, গত ১৫ দিন ধরে সিটি সেন্টারের রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল পাম্পে সিএনজি পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে কাউকে যেতে হচ্ছে বিধাননগরে, কাউকে মুচিপাড়ায় কিংবা আরও দূরে। অটোচালক জয়ন্ত দে ক্ষোভ উগরে দিয়ে বললেন, "পুজোর সময়ে একটু বেশি ভাড়া পাওয়া যায়, সেই আশাতেই থাকি। কিন্তু সিএনজি না পাওয়ায় আমাদের লাভ তো হচ্ছেই না, উল্টে খরচ আর সময় নষ্ট হচ্ছে। দূরে গিয়ে গ্যাস ভরতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে"। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, বিদ্যুতের সমস্যার কারণেই এই সঙ্কট।
পাম্পের এক আধিকারিক চিরঞ্জিত দাস বলেছেন, "বিদ্যুৎ না থাকার জন্যই সমস্যা হচ্ছে। তবে চেষ্টা চলছে, পুজোর আগেই সমাধান করা হবে"।অটোচালকদের আশঙ্কা, সিএনজি সঙ্কট অব্যাহত থাকলে পুজোর ভিড় সামলানোই দায় হয়ে উঠবে। যাত্রীদের ভোগান্তি তো হবেই, তার সঙ্গে ক্ষতির মুখে পড়বেন চালকরাও।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/25/screenshot-2025-09-25-135327-2025-09-25-13-54-40.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us