/anm-bengali/media/media_files/2025/09/08/whatsapp-image-2025-09-08-2025-09-08-16-13-43.jpeg)
হরি ঘোষ, অণ্ডাল: খনি অঞ্চলে তালা বন্ধ ঘরে চুরির ঘটনার খবর আকছার সামনে আসে। তাছাড়াও পুজোর মরসুমে তালা বন্ধ ঘরে চুরির ঘটনা বাড়ে। দুষ্কৃতীদের দুঃসাহস এতটাই বেড়েছে যে এবার একেবারে প্রকাশ্য দিবালোকে ট্রাক ও একটা হাইড্রা মেশিন দিয়ে ইসিএলের পরিত্যক্ত লোহার যন্ত্রাংশ চুরির চেষ্টা। পুলিশের তৎপরতায় ঘটনাস্থলেই গ্রেফতার হয় দুই দুষ্কৃতী। বাজেয়াপ্ত করা হয় একটা হাইড্রা মেশিন, লোহার যন্ত্রাংশ ও একটা ট্রাক।
খাস কাজড়া এলাকায় বিগত কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ইসিএলের বিভিন্ন দামী যন্ত্রাংশ রাখা ছিল। রবিবার প্রকাশ্য দিবালোকে চুরি করতে যায় কয়েকজন দুষ্কৃতী এমনটাই অভিযোগ। ইসিএলের কাছে খবর গেলে তারা অণ্ডাল থানায় ঘটনাটি জানায়। পরে অণ্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটা হাইড্রা গাড়ি ও একটা ট্রাক। তার মধ্যে রয়েছে বেশ কয়েকটা বিরাট আকারের লোহা। সোমবার তাদের দুর্গাপুর আদালতে পেশ করে অণ্ডাল থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে মহামান্য আদালতের কাছে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/08/whatsapp-image-2025-09-08-2025-09-08-16-41-44.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us