New Update
/anm-bengali/media/media_files/2025/01/17/8rA2gIlI1N26mSxm27El.jpeg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বাড়ছে সন্ত্রাস। বারংবার শিরোনামে আসছে মালদা। কখনো বাইকে করে এসে খুন তো কখনও সরাসরি শ্যুট আউট। মালদার নাম ঘোরাফেরা করছে খবরের পাতায়।গোষ্ঠীদ্বন্দ্ব, রাজনৈতিক উষ্মা, তৃণমূল নেতাদের হত্যার ঘটনা বারংবার শোনা যাচ্ছে। আর এবার মালদার পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন ডিজি। এর আগে তৃণমূল নেতা দুলাল খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাই এবার এলাকায় এলেন ডিজি। পরিস্থিতি খতিয়ে দেখলেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us