Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: আসানসোলে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি এবং অফিসে হামলা। একতলায় অফিস এবং দোতলায় থাকেন মন্ত্রী। আজ বিকেল ৪:৪৫ নাগাদ অফিসে হয় এই হামলা। পাথর দিয়ে হামলা করা হয়েছে বলে জানা গেছে। টেবিলের কাচ ভাঙচুর করা হয়। সেই সময়ে বাড়িতেই ছিলেন মন্ত্রীর স্ত্রী। হামলাকারীকে পাকড়াও করেছে পুলিশ। কেন এই হামলা সেটা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us