/anm-bengali/media/media_files/2025/03/17/BZ34NyNjyrGGINIwgVpr.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দূর্গাহুড়ির জঙ্গলে শনিবার থেকে অবস্থান করেছিল ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল। রবিবার রাত বাড়তেই হাতির দলটি দূর্গাহুড়ির জঙ্গল থেকে বেরিয়ে সাঁকরাইলের পূর্নাপানি, আউশাবান্ধী, কুলটিকরী, মুকুন্দপুর ও মান্দার এলাকায় চাষের জমিতে নেমে পড়ে। ব্যাপক ধান চাষের ক্ষতি করেছে হাতির দলটি। যদিও এদিন শুরু থেকেই বনদফতর ও হু্লা পাটির সদস্যরা হাতির দলটিকে নজর রাখছিলো। তারা ড্রাইভ করে সুবর্ণরেখা নদী পার করে নয়াগ্রামের জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। সে ভাবে খেতে না পারলেও বিঘের পর বিঘে ফসল পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দিয়ে গেছে। নিজেদের জমি বাঁচাতে ও সেই সঙ্গে হাতি দেখতেও ভিড় করেন গ্রামবাসীরা। অপর দিকে, ভালুকা বিটের কাপাসি গ্রামে ভোরবেলা একটি হাতি খাবারের সন্ধানে একটি ঘরের জানলা ভেঙে খাবার তুলে নিয়ে যায়। /anm-bengali/media/media_files/2024/11/01/EEKjJv6qLfoMpS1NUYcG.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us