মহেশতলা ও মুর্শিদাবাদ কাণ্ডে জোড়া মুলতবির আলোচনা খারিজ বিধানসভায়, এইমুহূর্তে তুমুল বিক্ষোভ

এইমুহূর্তে তুমুল বিক্ষোভ চলছে বিধানসভায়।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ ও মহেশতলার ঘটনার আঁচ এবার এসে পড়ল বিধানসভায়। দুটি ঘটনার জোড়া মুলতুবি প্রস্তাব আনে বিজেপি।

Violence erupts in Maheshtala in WB after Hindus prevent encroachment of  temple land - Temple vandalised

তবে মুলতবি প্রস্তাব পাঠ নিয়ে অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেয় স্পিকার বিমান ব্যানার্জি। তারপরেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। টানা বিক্ষোভের মধ্যেই সভার কাজ চালিয়ে যান অধ্যক্ষ বিমান ব্যানার্জি।