এলাকায় উন্নয়নের কাজ না পাওয়া নিয়ে অঞ্চল অফিসে মারপিট

অভিযোগ পাল্টা অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Screenshot 2025-10-10 215127

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল অঞ্চল অফিসে আজ বিকেলে জেনারেল বডি মিটিং ছিল। সেই মিটিং শুরু হওয়ার আগেই সুজাতা দে নামক তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের অভিযোগ তাদের দলের প্রধানকে জিজ্ঞাসা করে তার কাজ হয়েছে কি না। সেই কাজ নিয়ে পঞ্চায়েতের সঙ্গে প্রধানের কথা হতে হতেই প্রধান পঞ্চায়েত সদস্যকে নাকি মারধর করে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে অঞ্চল অফিসের গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখায়। এরপরেই মহিলা তৃণমূল কর্মীরা পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে অঞ্চল প্রধানকে ধরে মারধর করে তার জামা ছিড়ে দেওয়ার পাল্টা অভিযোগ করেন অঞ্চল প্রধান দিপালী সিং। দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরে স্থানীয় পুলিশ ও খড়গপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও পৌঁছয়। জয়েন্ট বিডিও এই ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

Screenshot 2025-10-10 215154