নিজস্ব সংবাদদাতা: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "গতকাল চম্পাই সোরেন বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাই আমি ভেবেছিলাম আমি গিয়ে তাকে শুভেচ্ছা জানাই, তাই আমি সকালে এসে তার সাথে কথা বলেছি।
/anm-bengali/media/media_files/Rv6cIfbuzNBodYLWC8uU.jpg)
আমি চম্পাই সোরেনকে আসামে আমন্ত্রণ জানিয়েছি।
/anm-bengali/media/media_files/SouOxnxCeLbdcRQuShF6.jpg)
তাকে মা কামাখ্যা মন্দিরে গিয়ে পূজা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমার বাড়িতে খাবার খেতেও আমি তাকে আমন্ত্রণ জানাতে এসেছি।"