ব্যারাকপুর শ্যুট আউট : গ্রেফতার মূল মাথা! আজই অভিযুক্তের শণাক্তকরণ

ব্যারাকপুরে সোনার দোকানে ভর সন্ধে বেলায় গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে অন্যতম প্রধান অভিযুক্ত আসিফ খান ওরফে আশিস কুমার রায়।

author-image
Pallabi Sanyal
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ব্যারাকপুরে সোনার দোকানে ভর সন্ধে বেলায় গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে অন্যতম প্রধান অভিযুক্ত আসিফ খান ওরফে আশিস কুমার রায়। ওড়িশার যগরসিংপুরের বাসিন্দা আসিফকে গ্রেফতার করেছে  ব্যারাকপুর সিটি পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিশেষ টিমের তল্লাশি অভিযানে শনিবার পাটনা থেকে গ্রেফতার করা হয়েছে আসিফকে। এরপর রবিবার ট্রানজিট রিমান্ডে তাকে আনা হয় টিটাগড়ে। এই ঘটনাটি ছাড়াও  আসিফের বিরুদ্ধে পাটনার এক আইএএস অফিসারের বোন ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শিক্ষা দফতরের বিশেষ সহায়িকা পদে থাকা কর্মী ও তার বৃদ্ধা পরিচারিকাকে খুনের অভিযোগ রয়েছে। আসিফের আগে সফি খান এবং জামসেদ আনসারিকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার আসিফকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তর শণাক্তকরণের জন্য আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদনে অনুমতি দেওয়ায় সোমবার ব্যারাকপুর সাব জেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে শনাক্তকরণ প্রক্রিয়া। ঘটনার সময় সোনার দোকানে উপস্থিত থাকা সকলকেই ডেকে পাঠানো হয়েছে অভিযুক্তকে চিনিয়ে দেওয়ার জন্য।