New Update
/anm-bengali/media/media_files/2025/06/16/zlHc1ed1rOuR1CLYaXyS.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দক্ষিণ কোরিয়ার জেচিওন জিমনেসিয়ামে অনুষ্ঠিত এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ৩টি পদক জিতে দেশের নাম উজ্জ্বল করলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার কড়কাই গ্রামের কন্যা প্রণতি নায়েক। ৩টি ক্ষেত্রেই ব্রোঞ্জ জিতেছেন ৩০ বছর বয়সী প্রণতি। ফলে ছাপিয়ে গিয়েছেন দীপা কর্মকারকে। দীপা ১টি সোনা ও ১টি ব্রোঞ্জ সহ ২টি পদক জিতেছিলেন।
/anm-bengali/media/post_attachments/vi/E17YZYJiJpI/maxresdefault-839602.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us