New Update
/anm-bengali/media/media_files/Lx9IN37X0pgAaiaFZLif.jpg)
নিজস্ব সংবাদদাতা: আসানসোল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন না লড়াই করার বার্তা দিয়েছেন পবন সিং। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বাবুল সুপ্রিয় পবন সিংকে নিয়ে বাংলার নারীদের অপমানকর ভিডিও বানানোর অভিযোগ আনেন। উল্লেখ্য, আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে একসময় সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। এবার আসানসোল লোকসভা কেন্দ্র এবং বাবুল সুপ্রিয়কে নিয়ে বড় মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী যা মনে করেছেন তাই করেছেন। সেখানে অন্য প্রার্থী দেওয়া হবে। এছাড়াও বাবুল সুপ্রিয়কে নিয়ে তিনি বলেছেন, "তাকে এখন মানুষ খুঁজছেন যে কোথায় আছেন তিনি"।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us