গরমে তাপমাত্রা আগুন হচ্ছে যত, সবজির দামও আগুন হচ্ছে তত- বাজারের হাল শুনলে মাথায় হাত দেবেন

বাজারের হাল শুনলে মাথায় হাত দেবেন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
d

নিজস্ব সংবাদদাতা: বৈশাখ মাসের মাঝামাঝি সময় আসলেও কালবৈশাখীর দেখা মিলছে না বিন্দুমাত্র। চড়চড় করে বাড়ছে তাপমাত্রার পারদ। জঙ্গলমহল জুড়ে তাপমাত্রা আজকের দিনে ৪৫ ছুঁই ছুঁই। এদিকে বাতাসের আগুনের হলকা যেন চরমভাবে দেখা দিয়েছে বাজারেও। সবজিতেও যেন আগুনের ছ্যাঁকা ।দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে শাক-সবজির দাম, তা বাজারে গিয়ে কিনতে গেলেই হাত পুড়ছে মধ্যবিত্তের।

পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় সব বাজারেই একই অবস্থা। জেলার বাজারগুলোতে আলুর দাম ছুঁয়েছে ২৫ টাকা প্রতি কেজি, পটল ১০০ টাকা ছুঁতে চলেছে, গরমে প্রবল চাহিদা থাকে শশার, সেই শশার দাম ৫০ টাকা প্রতি কেজি, কুমড়ো ৫০ টাকা কেজি  প্রতি, বেগুন ৭০ টাকা কিলো প্রতি, তরমুজ ৮০ টাকা প্রতি কেজি।

কৃষক মহলের বক্তব্য প্রবল গরমের কারণে চাষে খরচের পরিমাণ অনেকগুন বেড়ে গিয়েছে। দুবেলা জল ঢেলে সবজির গাছ বাঁচাতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। তাই দাম কিছুটা বাড়তির দিকে যাচ্ছে। যদিও দাম বৃদ্ধির পিছনে আড়ৎদারের ভূমিকা সবচেয়ে বেশি বলে মনে করছেন অনেকে। আর সবজির দাম বাড়ার কারণেই তা কিনতে গেলে হাতে ফোসকা পড়ছে ক্রেতাদের।

Add 1

Summer | Market | Vegetable | Fish | West Bengal | Pashchim Medinipur