নিজস্ব সংবাদদাতা: পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার দলের কর্মীদের কড়া বার্তা বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। শুধু কড়া বার্তাই নয়, ঘোলা জলে মাছ ধরতে বিজেপি ও সিপিএমের উড়ো ফোন আসবে বলেও দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।
বাঁকুড়া লোকসভার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি সিপিএম বিজেপি এরা এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করবে। এই সবের দিকে নজর রাখুন। অরূপ বাবু নিজের বুথ, গ্রাম, পাড়াকে আগলে রাখার পরামর্শ দিলেন দলীয় কর্মীদের।
বুধাবার তালডাংরার একটি সভা থেকে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী একশ্রেনীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন। এবার নিজের দলের কর্মীদের ‘হয় কাজ করুন নয় দল ছাড়ুন’ বলে হুঙ্কার দিলেন তিনি।
/anm-bengali/media/post_attachments/f7f700d1-3fc.png)
বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার হাটগ্রামে বাংলার ভোট রক্ষা নামক দলের একটি কর্মসূচীতে অঞ্চল সভাপতিদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, “দলের সুবিধা নেবেন আর কাজ করবেন না এই জিনিস চলবে না। হয় কাজ করুন নয় দল ছাড়ুন”। দলের অঞ্চল সভাপতির পাশাপাশি দলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও একই কথা বলেন। নিজের গ্রাম, নিজের বুথ, নিজের পাড়া আগলে রাখার পরামর্শ দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।
তবে তৃণমূল সাংসদের বক্তব্যকে তীব্র কটক্ষ করেছে বিজেপি, বিজেপির বিধায়ক। বলেন সাংসদ পাগলের প্রলাপ বকছেন, সারা বাংলায় মানুষ তৃণমূলের নানান কাণ্ড দেখতে পাচ্ছেন।
ফের বিতর্কে জড়ালেন অরূপ চক্রবর্তী
দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সাংসদ।
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার দলের কর্মীদের কড়া বার্তা বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। শুধু কড়া বার্তাই নয়, ঘোলা জলে মাছ ধরতে বিজেপি ও সিপিএমের উড়ো ফোন আসবে বলেও দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।
বাঁকুড়া লোকসভার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি সিপিএম বিজেপি এরা এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করবে। এই সবের দিকে নজর রাখুন। অরূপ বাবু নিজের বুথ, গ্রাম, পাড়াকে আগলে রাখার পরামর্শ দিলেন দলীয় কর্মীদের।
বুধাবার তালডাংরার একটি সভা থেকে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী একশ্রেনীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন। এবার নিজের দলের কর্মীদের ‘হয় কাজ করুন নয় দল ছাড়ুন’ বলে হুঙ্কার দিলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার হাটগ্রামে বাংলার ভোট রক্ষা নামক দলের একটি কর্মসূচীতে অঞ্চল সভাপতিদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, “দলের সুবিধা নেবেন আর কাজ করবেন না এই জিনিস চলবে না। হয় কাজ করুন নয় দল ছাড়ুন”। দলের অঞ্চল সভাপতির পাশাপাশি দলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও একই কথা বলেন। নিজের গ্রাম, নিজের বুথ, নিজের পাড়া আগলে রাখার পরামর্শ দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।
তবে তৃণমূল সাংসদের বক্তব্যকে তীব্র কটক্ষ করেছে বিজেপি, বিজেপির বিধায়ক। বলেন সাংসদ পাগলের প্রলাপ বকছেন, সারা বাংলায় মানুষ তৃণমূলের নানান কাণ্ড দেখতে পাচ্ছেন।