মাঝেমধ্যে এলে এমন কিছু করতে হয় উপস্থিতি বোঝানোর জন্য- মন্ত্রী অরূপ বিশ্বাস

বিজেপি এবং নির্বাচন কমিশন একটা চক্রান্ত করছে, বিজেপির বি টিম হিসেবে কাজ করছে- এই অভিযোগ করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-04 at 4.53.13 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলাজুড়ে এসআইআর- এর কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে বুধবার থেকে জেলায় রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার তিনি রানীগঞ্জে এসআইআর- এর কাজ খতিয়ে দেখতে আসেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন যে বিজেপি এবং নির্বাচন কমিশন চক্রান্ত করছে। নির্বাচন কমিশন বিজেপির বি টিম। আরো বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মানুষের কাছে যাচ্ছি যাতে  একটাও বৈধ ভোটারের নাম বাদ না যায়"।

পাশাপাশি হুমায়ুন কবিরের দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, "দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন"। 

এছাড়া বৃহস্পতিবার সকালে দামোদরে বালিঘাটে পৌঁছেছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, সেখানে অবৈধভাবে বালি পাচার হচ্ছে এই অভিযোগ তুলে দীর্ঘক্ষন অবস্থান করেন তিনি। ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "উনি মাঝে মধ্যে আসেন তো, মাঝে মধ্যে এলে এমন কিছু করতে হয় উপস্থিতি বোঝানোর জন্য"।

s