ছিনতাইয়ের পরেই ঝড়ের গতিতে গ্রেফতার! শুরু আতঙ্ক

ভিড়ের মাঝেও ছিনতাই।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-26 at 5.29.52 PM

হরি ঘোষ, দুর্গাপুর: সন্ধ্যা নেমেছে শহরে। ব্যস্ত সিটি সেন্টারের রাস্তায় মানুষের আনাগোনা তখন তুঙ্গে। এমন সময়েই ঘটে গেল এক চাঞ্চল্যকর ছিনতাই। বিদিশা বাসস্ট্যান্ডের কাছে হঠাৎই এক মহিলার গলা থেকে ছিনিয়ে নেওয়া হল সোনার হার। আর ঘটনার নাটকীয় মোড়- পালানোর সময়ই ধরা পড়ে গেল ওই কিশোর। 

ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে আটটা ছুঁইছুঁই। চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনু রায় তাঁর দুই বান্ধবী ও এক যুবক সঙ্গীকে নিয়ে ডেইলি মার্কেটের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি গাড়ি আচমকাই এসে দাঁড়ায় তাঁদের পাশে। গাড়ি থেকে বেরিয়ে আসে ২ যুবক। মুহূর্তের মধ্যেই একজন ঝাঁপিয়ে পড়ে তনুর গলায় থাকা সোনার হার ছিনিয়ে নেওয়ার জন্য। তনু চেন আঁকড়ে ধরেন ও শুরু হয় ধস্তাধস্তি। ততক্ষণে এক দুষ্কৃতী সোনার চেন ছিঁড়ে নিতে সক্ষম হয়। অর্ধেক থেকে যায় তনুর হাতে, বাকি নিয়ে ছুটে পালাতে থাকে তারা। মহিলার সঙ্গী বাবাই বলেন, "২ জন গাড়ি থেকে নেমেই আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপরই শুরু হয় ছিনতাই। একজন গাড়িতে উঠে যায়, আর অন্যজন দৌড়াতে গিয়ে ধরা পড়ে যায় আমাদের হাতে"। তনুর চিৎকারে চারদিক ছুটে আসেন স্থানীয়রা। উত্তেজিত জনতা ছুটে গিয়ে ধরে ফেলে পালাতে না পারা এক ছিনতাইকারীকে। তাকে টেনে হিচড়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা বর্ধমান থেকে এসেছে ছিনতাইয়ের উদ্দেশ্যে। গাড়িতে মোট ৪ জন ছিল। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় তীব্র আতঙ্কিত তনু রায় বলছেন, “সিটি সেন্টারের মতো জায়গায়, এত ভিড়ের মধ্যে এভাবে ছিনতাই? ভাবতেও পারছি না এমন হতে পারে"।

WhatsApp Image 2025-08-26 at 5.30.00 PM