রাজনৈতিক হিংসা থামাতে সর্বদল বৈঠক ডাকুক সরকার! গর্জে উঠলেন অর্জুন সিং

পশ্চিমবাংলায় এখনও ভোটের রেশ চলছে। ভোটের আগে থেকেই বোমা, গুলি, খুন, রক্তপাত চলছে যা এখনও শেষ হয়নি। এই নিয়ে মুখ খুললেন শাসকদলেরই সাংসদ অর্জুন সিং।

New Update
arjun3

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজনৈতিক হিংসা থামাতে সরকারের উচিত সর্বদল বৈঠক ডাকা। পরামর্শ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। অর্জুন সিংয়ের কথায়, পুলিশ-প্রশাসন একা এভাবে রাজনৈতিক হিংসা দমন করতে পারবে না। এর জন্য সমস্ত রাজনৈতিক দলের উচিত এগিয়ে আসা। রবিবার ভাটপাড়ায় নিজের কার্যালয়ে বসে অর্জুন সিং বলেন, 'ভারতবর্ষের অন্যান্য রাজ্যে একে-৪৭ চলে, অটোমেটিক বন্দুক দিয়ে খুন হয়। আতিক আহমেদকে কীভাবে মারা হল, জীবাকে কীভাবে মারা হল। কোর্টের মধ্যে মারা হল। পশ্চিমবাংলায় এখনও সস্তার বোমা চলে। আওয়াজ করে মানুষকে ভয় দেখিয়ে দেওয়া। আর এই হিংসা আজ থেকে হচ্ছে নাকি? ১৯৫০ সালে আমার বাবার উপর বোমা চালিয়েছিল সিপিএম। আমার বাড়ির সামনে। বাংলায় শুরু থেকেই চলছে। পুলিশ তো বোমা উদ্ধারও করছে। পুলিশ কাজ করছে বলেই তো উদ্ধার করছে'।