/anm-bengali/media/media_files/M1xQgRgqgtjVm8KtMMqw.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তিনি আসল রঙের মানে বোঝেন। এতোবার দল বদলের পালা চলেছে যে রঙ চেনেন খুব ভালো ভাবে। সবুজ যে সবুজই এবং গেরুয়া যে গেরুয়াই, এই পার্থক্যটা খুব সহজেই করতে পারেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা ফের একবার সাংসদ হওয়ার দৌড়ে থাকা প্রার্থী অর্জুন সিং।
/anm-bengali/media/media_files/2d5NgghewOekQUZLH4Qs.jpg)
বিজেপিতে যোগ দিতে যাওয়ার আগেই ঘোষণা করেছিলেন যে প্রচার শুরু করবেন বড় মা কে পুজো দিয়েই। সেই মত ফের একবার বিজেপিতে ফেরত গিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর টিকিট নিশ্চিত করে বাংলায় ফিরে প্রচার শুরু করলেন অর্জুন সিং। আর কথা মত বিজেপির টিকিট পেয়েই দোলের সকালে নৈহাটির বড় মা-র মন্দিরে পুজো দিলেন অর্জুন সিং। তারপর গেলেন হনুমান মন্দিরে পুজো দিতে। তাঁকে দেখা গেল গেরুয়া আবিরেই রাঙা হতে। গতবছরও যে রঙে ছিল সবুজের আবির্ভাব। আজ তা শুধুই গেরুয়া। তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিককে হারানোর হুঙ্কার দিয়েছেন অর্জুন সিং। তবে ব্যারাকপুরবাসী কি সিদ্ধান্ত নেবেন, তা জানা যাবে নির্দিষ্ট সময়েই।
/anm-bengali/media/media_files/Y0Oc8w7uImFb64FeVNux.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us