বোমা সস্তা, প্রচন্ড গরমে ফেটে যাচ্ছে! আজব দাবি করলেন অর্জুন সিং

'বোমা তত্ত্ব' নিয়ে যেমন নজর কেড়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, তেমন নজর কাড়লেন আরেক দাপুটে নেতা অর্জুন সিং। আজব যুক্তি দিলেন তিনি। এটা সত্যিই অবাক করার মতো।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
66

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় গরমকে দায়ী করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এবার একই সুরে আজব দাবি করলেন অর্জুন সিং। মঙ্গলবার ভাটপাড়ার এই দাপুটে নেতা দাবি করলেন, “বোমা সস্তার অস্ত্র। প্রচন্ড গরমে বিস্ফোরণ হচ্ছে।”

খাদিকুল কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। সেই সঙ্গে চলছে বোমা উদ্ধার। গতকাল বনগাঁর বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশের শৌচালয়ে শৌচকর্ম সারতে গিয়ে বোমা ফেটে মৃত্যু নাবালকের। সেই ঘটনা প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন যে “বাংলায় কবে বোমা ছিল না? সিপিএমের সময়েও ছিল, এখনও আছে। বোমা সব থেকে সহজ সস্তার জিনিস, প্রচণ্ড রোদে বোমা ফেটে যাচ্ছে”। এর আগে সাংসদ সৌগত রায়, বলেছিলেন যে যা গরম তাতে পটাশিয়াম ক্লোরেট, আর্সেনিক ট্রাই সালফেড বাইরে রেখে দিলে এমনিতেই ফেটে যাবে। এই গরমে বিস্ফোরণ হতেই পারে।