পুজো শেষে দুখের খবর পেলেন অরিজিৎ, প্রয়াত শিল্পীর শিক্ষাগুরু

বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তালিম নেওয়া শুরু করেন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-04 at 14.56.18

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন বিশ্ব বিখ্যাত সংগীত শিল্পী অরিজিৎ সিং এর সংগীত জগতের শিক্ষাগুরু তথা উচ্চাঙ্গ ঘরানা সংগীতের স্রোত বহনকারী শিক্ষক বীরেন্দ্র প্রসাদ হাজারি মহাশয়।
 
বহু যুগযুগান্ত ধরে জিয়াগঞ্জের হাজারী পরিবার অর্থাৎ উচ্চাঙ্গ ঘরানা সংগীতের স্রোত বহনের মধ্য দিয়ে রাজেন্দ্র প্রসাদ হাজারী, ধীরেন্দ্র প্রসাদ হাজারী এবং বীরেন্দ্র প্রসাদ হাজারী সংগীত জগতের সঙ্গে নানান ভাবে যুক্ত থেকে নিজে হাতে তৈরি করেছেন অগণিত সংগীত জগতের শিল্পীদের। তাদের মধ্যেই এক উজ্জ্বল নক্ষত্র বর্তমান প্রজন্মের অরিজিৎ সিং। তিনি শৈশব থেকেই তার শিক্ষাগুরু হিসেবে শিল্পী ধীরেন্দ্র প্রসাদ হাজারীর কাছেই তালিম নিতেন। কিন্তু গুরুর অকাল প্রয়াণে পুনরায় সংগীত জগতের পথকে আঁকড়ে ধরার উদ্দেশ্যেই পুনরায় শিক্ষাগুরু হিসেবে বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তালিম নেওয়া শুরু করেন। 

WhatsApp Image 2025-10-03 at 17.21.09

আজ তার সংগীত জগতের শিক্ষাগুরু বীরেন্দ্র প্রসাদ হাজারীরই প্রয়াণে শিল্পী মর্মাহত এবং শোকাহত। মৃত্যু সংবাদ শোনার পরেই শেষ বারের জন্য গুরুকে প্রণাম জানানোর উদ্দেশ্যেই বাবা ও বোনকে সাথে নিয়ে অরিজিৎ যোগ দেন শিক্ষাগুরুর শেষ শোভাযাত্রায়। 

ওনার এই প্রয়াণে জেলা হারালো সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে সাথে ওনার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা হারালো তাদের অভিভাবককে। এই শোক প্রকাশ করেই তার জামাতা শঙ্কর মণ্ডল জানান, “আজকের এই দিনে এইভাবে একটি নক্ষত্রের পতন হবে এটা সত্যিই অভাবনীয়। ওনার হাত দিয়েই তৈরি হয়েছে কত নাম না জানা শিল্পী, তাদের মধ্যেই রয়েছে বিশ্ব বিখ্যাত অরিজিৎ সিং। সে ছোট থেকেই কোলে পিঠে মানুষ হয়েছে এই শিক্ষকের কাছে। এমনকি তার সাথে তার বোন, মাও তালিম নিতেন একই সাথে। কিন্তু আজকে তাঁর এই প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না তার সকল অনুগামীরা। ওনার আত্মার শান্তি কামনার মধ্য দিয়েই শেষ কৃতকার্য সম্পন্ন করা হল”।

digbijay da add