সর্বভারতীয় জয়েন্টের টপার অর্চিষ্মান রাজ্য জয়েন্টের মেধাতালিকাতেও; পড়ছেন স্বপ্নের IIT খড়গপুরে

তাঁর দেখানো পথ ধরেই চলেছেন অর্চিষ্মান। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-22 at 19.30.12 (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার প্রকাশিত রাজ্য জয়েন্টে অষ্টম স্থান অধিকার করেছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা অর্চিষ্মান নন্দী। এর আগে সর্বভারতীয় জয়েন্টে (JEE Mains) 'টপার' হয়েছিলেন তিনি। রাজ্য থেকে দেবদত্তা মাঝির সাথেই অর্চিষ্মানও প্রথম স্থান দখল করেছিলেন। যদিও, তারপর জেইই অ্যাডভান্সে (JEE Advance) সফল হয়ে (AIR-477) নিজের স্বপ্নের প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে AI/Artificial Intelligence নিয়ে ভর্তি হয়েছেন অর্চিষ্মান। 

খড়গপুর গ্রামীণের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান CBSE-র দ্বাদশ শ্রেণীর সর্বভারতীয় মেধাতালিকাতেও (দশম) জায়গা করে নিয়েছিলেন। দশমে অর্থাৎ আইসিএসই (ICSE)-তে সর্বভারতীয় স্তরে পঞ্চম স্থান অধিকার করেছিলেন তিনি।

WhatsApp Image 2025-08-22 at 19.30.13

অর্চিষ্মানের বাবা মিঠুন নন্দী একটি ওষুধ প্রস্তকারক সংস্থার পদস্থ কর্মী। মা অনিন্দিতা মাইতি (নন্দী) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। অর্চিষ্মানের মামাতো দাদু বঙ্কিমবিহারী মাইতি ছিলেন আইআইটি খড়গপুরের ১৯৭০ সালের প্রাক্তনী। মূলত তাঁর দেখানো পথ ধরেই চলেছেন অর্চিষ্মান। 

অর্চিষ্মানের বাবা-মা জানান, "উনি (বঙ্কিম বাবু) খাকুড়দার বড়মোহনপুর হাইস্কুলের রসায়নের শিক্ষক ছিলেন। ছেলের বিজ্ঞান শিক্ষার ভিত গড়ে দিয়েছিলেন দাদুই। অর্চিষ্মানের লক্ষ্যই ছিল দাদুর মতো আইআইটি খড়গপুরে পড়া। ওর দাদুও নাতিকে সেই নির্দেশই দিয়েছিলেন। শুধু নিজের নয়, দাদুর স্বপ্নও যে ছেলে পূরণ করতে পেরেছে, এটাই আমাদের কাছে গর্বের"।

WhatsApp Image 2025-08-22 at 19.30.12