New Update
/anm-bengali/media/post_banners/ps0YwQ9E29oXNbwAuQKn.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ কুম্ভ ও মীন রাশির জাতকদের জন্য মিশ্র বার্তা রয়েছে। আর্থিক ও ব্যক্তিগত জীবনে কিছু ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা থাকলেও, কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি।
/anm-bengali/media/media_files/2025/03/26/x8k6J8Z7c32Ej3Pt7FIy.jpg)
কুম্ভ রাশি : কুম্ভ রাশির জাতকদের জন্য আজ ভাগ্য বেশ সহায়ক। কোনও পুরনো আর্থিক সমস্যা মিটে যেতে পারে, কর্মক্ষেত্রে মিলতে পারে স্বীকৃতি কিংবা সামাজিক সম্মান। বিশেষজ্ঞদের মতে, যাঁরা নতুন কোনও প্রকল্প বা কাজ শুরু করতে চাইছেন, তাঁদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ।
/anm-bengali/media/media_files/2025/03/26/DfYFcurEk8WR4YvdkNAA.jpg)
মীন রাশি : মীন রাশির জাতকদের জন্য জমি বা ফ্ল্যাট কেনা-বেচা কিংবা দলিল সংক্রান্ত কাজে শুভ সময় এসেছে। সন্তানদের নিয়ে গর্ব করার মতো কিছু ঘটতে পারে বলেও ইঙ্গিত মিলছে। তবে শেয়ার বাজারে অতিরিক্ত লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে। সেই সঙ্গে পেটের সমস্যা বা হজমের গোলমাল থেকে অস্বস্তি হতে পারে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us