/anm-bengali/media/media_files/2025/05/28/ipvSzLOoLehwQLnrMwqt.jpeg)
নিজস্ব প্রতিনিধি, দীঘা: দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রান্তে হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু। পর্যটন শহর দীঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সকাল থেকে আকাশের মুখ ভার। সেই সঙ্গেই বইছে ঠাণ্ডা হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বুধবার রাজ্যের প্রায় সকল জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও প্রাক বর্ষার জেরে বাংলায় আপাতত দুর্যোগের পূর্বাভাস।
উপকূলবর্তী জেলাতেও শুরু হয়েছে ভারী বৃষ্টি। আগেই জানা গিয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। তবে তার আগেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বৃদ্ধি করবে ও গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে।
আজ থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে যে ভারী বৃষ্টি চালু হয়েছে তা আগামীকাল ও শুক্রবার আরও বাড়বে বলে পূর্বাভাস। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/media_files/2024/10/23/WKQBw1dOJ8HK04hVy2BK.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us