New Update
/anm-bengali/media/media_files/2025/06/11/Fw3eeap04lXQQ6YUCUTL.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সাম্প্রতিক কালে স্বামীকে হত্যা করা যেন ট্রেন্ড হয়ে যাচ্ছে। একের পর এক বধূ দ্বারা স্বামী হত্যার ঘটনা সামনে আসছে। এবার এই বিষয় নিয়ে পোস্ট করলেন অনুপম হাজরা।
/anm-bengali/media/post_attachments/ibnkhabar/uploads/2023/12/Anupam-Hazra-2023-12-e03706776d319dfcc4fe03014ca11b6d-641755.jpg)
তিনি বলেছেন, "প্রেম করে বিয়ে করলে খুন করে নীল ড্রামে ভরে সিল করে দেওয়া হচ্ছে আর সম্বন্ধ করে বিয়ে করলে সুপারি কিলার দিয়ে খুন করানো হচ্ছে... ভারতের অবিবাহিত যুবকরা ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছে"। প্রসঙ্গত, অনুপম হাজরাও এখনও পর্যন্ত অবিবাহিত রয়েছেন। তবে কি তার মনেও বর্তমানে এই ভয় প্রবেশ করলো? অনুপমের পোস্ট দেখে অনেকের মনেই এখন এই প্রশ্ন জেগেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us